জুলাই-অগাস্টে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ঢাকায় আসছে না পাকিস্তান। পিসিবি জানিয়েছে, দুইদেশের পারস্পরিক সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য সিরিজ স্থগিত করা হয়েছে। পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান ক্রিকইনফোকে বলেছেন, ২০১১-১২ এবং ২০১৫তে দুই দফা বাংলাদেশ সফর করেছে পাকিস্তান। কিন্তু এর মধ্যে কোনো ফিরতি ট্যুরে যায়নি বাংলাদেশ। এ বছর বাংলাদেশ পাকিস্তানে খেলতে যেতে পারে কিনা, সে আলোচনা কোনো ফলাফল ছাড়া শেষ হওয়ায়, তৃতীয় সফরটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন, খান। পিসিবি বাংলাদেশকে দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিসিবি তা নাকচ করে দিয়েছে বলে জানাচ্ছে ক্রিকইনফো। বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ সালে পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করেছিল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn