রাজন চন্দ-

তাহিরপুরে বেসরকারি সংস্থা আশা কর্তৃক বন্যাদুর্গত সদস্যদের পুনর্বাসনের লক্ষ্যে সুদমুক্ত ঋন বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশার আয়োজনে তাহিরপুর ব্রাঞ্চ কার্য্যালয়ে সুদমুক্ত ঋন বিতরনের পুর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিজিওনাল ম্যানেজার আশা বাদাঘাট অঞ্চল  মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানাজার সমীর চন্দ্র রায়,তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন,তাহিরপুর  ব্রাঞ্চ ম্যানাজার এম পায়েল,এবি এম ইন্দ্রজিত দাস,আশার কর্মী গোপেশ পাল,বিধান চন্দ্র দাস,আজগর আলী,মফিজুর ইসলাম,এমদাদুল হক,সুমন প্রমুখ। সভাশেষে আশার ৫০ জন সদস্যর মধ্যে নগত ১ লক্ষ  টাকা সুদমুক্ত ঋন বিতরন করা হয় এবং আরো ১৭৮৮ জন সদস্যর মধ্যে ৩৫ লক্ষ ৭৬ হাজার টাকা সুদমুক্ত ঋন বিতরন করা হবে। উক্ত ঋন গ্রহন করার ৩ মাস পর হতে ১শ সপ্তাহে  সুদমুক্ত ঋন পরিশোধ করা হবে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn