মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকপাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে  সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে র্ণাঢ্য র‌্যালি শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ পুণরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সিও মো. নাছির উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপশ রঞ্জন ঘোষ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রনের উপ-পরিচালক জাকির হোসেন, পরিদর্শক মো. সুয়েব আহমদ চৌধুরী, সুনামগঞ্জ সরকারী কলেজ’র সহকারী অধ্যক্ষ মো. জাকির হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল্লাহ প্রমুখ।র‍্যালিতে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn