তাহিরপুর :: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষকলীগ শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও কৃষক লীগের শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার কমিটি তাৎক্ষণিক ঘোষণা করা হয়নি। শ্রীপুর উত্তর ইউনিয়ন শাখার কৃষকলীগের আহ্বায়ক শেখ মোস্তফার সভাপতিত্বে, উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক এম.কে ওয়াহিদ চৌধুরী ও শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল শাহর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামিমা শাহরিয়ার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মো. জহির উদ্দিন লিমন, জামালগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জিল্লুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের শ্রীপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, বাগলী ১নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, আলতাফ হোসেন, মজিবুর রহমান, মহিউদ্দিন, মাহমুদুল হাসান তারেক প্রমুখ।

সম্মেলনের শুরুতেই জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সম্মেলনে শ্রীপুর উত্তর ইউনিয়ন কৃষক লীগ শাখার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মোট ১৮টি ভোট গোপনে নিলেও ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে পত্রিকার মাধ্যমে ফলাফল জানানো হবে বলে জানানো হয়। সম্মেলনে সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী ছিলেন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn