এম.এ রাজ্জাক,তাহিরপুর :: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অসময়ে গুড়িঁ গুড়িঁ বৃষ্টিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রবিশস্যের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। তবে স্থানীয় কৃষি অফিস জানিয়েছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলতি আমন ধানের ফলনের জন্য বেশ সহায়ক হবে। গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গুড়িঁ গুড়িঁ বৃষ্টি আর হালকা বাতাশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুড়িঁ গুড়িঁ বৃষ্টি আর হালকা বাতাসে শস্যে পানি জমে শীতকালীন সবজি আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মুলা সহ বিভিন্ন প্রকার সবজি ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে শাক সবজির দাম আরও বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করছেন  স্থনীয়রা।উপজেলার মানিগাও গ্রামের হাসান মিয়া বলেন, এ অসময়ে ঘন ঘন বৃষ্টির ফলে কৃষকের শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কিছুদিন আগে তিনি মুলা আর টমেটো রোপণ করেছিলেন তাও বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেছে।  এদিকে গত তিনদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন সহ হাওরাঞ্চলের কৃষকরা। তারা এখন হাত পা গুটিয়ে অলস সময় পার করছেন।

স্কুল শিক্ষক নিতাই জানান, কয়েক দফায় বন্যায় আমন ধান তলিয়ে কৃষক এখন সর্বশান্ত। এখন আবার অসময়ে বৃস্টিপাতে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষিত হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন  কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী ভাবে বিনামুল্যে বীজ, সার, কীটনাশক সরবরাহ করলে হয়তো কৃষক তাদের এ ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন। উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা এ বিষয়ে বলেন, ২-১ ধরে যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তাতে রবিশস্যের ক্ষতি হবার সম্ভাবনা কম। তবে এ বৃষ্টি কৃষকের আমন ধানের ফলনের জন্য সহায়ক হবে। এ বৃষ্টিপাত আরো ১-২ দিন অব্যাহত থাকবে। এ বৃষ্টির কারনে যদি রবিশস্যের  ক্ষয়ক্ষতি হয় তাহলে সে অনুযায়ী কৃষকদের সহায়তা দেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn