তাহিরপুর : তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশি কয়লা শ্রমিককে আটক করেছে বর্ডারগার্ড বিজিবি। রবিবার (১ নভেম্বর) দুপুরে ভারত থেকে ফেরার পথে সীমান্তনদী যাদুকাটায় তাদের আটক করে বিজিবি।  আটককৃতরা হচ্ছে,  উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. শামীম (২৫),  পাশ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার মাছিম পুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. সাদেকুল ইসলাম (২৭) এবং একই উপজেলার মাছিমপুর গ্রামের মো. আবুল বাশার (আবুর) ছেলে মো. বিপ্লব (২৬)। বিজিবি সূত্র জানায়, রবিবার দুপুর ১২টার দিকে লাউড়েরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট দিয়ে যাদুকাটা নদী দিয়ে কয়লা উত্তোলনের জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের একশো গজ অভ্যন্তরে প্রবেশ করে। পরে ফেরত আসার সময় ২০০ কেজি ভারতীয় কয়লাসহ তিন কয়লা শ্রমিককে আটক করে বিজিবি। সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,  আটক হওয়া ৩ বাংলাদেশী কয়লা শ্রমিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn