তাহিরপুর  :: তাহিরপুরে মাটিয়ান হাওরের ইজারাদারের লাটিয়াল বাহিনী হাতে জেলেদের উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তাহিরপুর সদর বাজারে হামলার প্রতিবাদে প্রশাসনের নিকট বিচার চেয়ে এ মিছিল অনুষ্টিত হয়।  মাটিয়ান হাওরপাড়ের বড়দল গ্রামের জেলেরা জানান, শনিবার সন্ধ্যায় বড়দল গ্রামের সামনে মাছ ধরার সময় ইজারাদারের লাটিয়াল বাহিনী জেলেদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তিন জেলে গুরুতর আহত হয়। গুরুতর আহত দুলাল মিয়া (৩০) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আফজল (২৯), হাসান মিয়া (২৭) নামক দুইজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মাটিয়ান হাওরের রতনশ্রী গ্রামের ইজারাদার ইকবাল হোসেন তালুকদার ও সুনামঞ্জ শহরের দীপক ঘোষ মাটিয়ান হাওরের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মানাধীন বোয়ালমারা বেরীবাধটি কেটে দেয়ার প্রতিবাদে তাহিরপুর সদর বাজারে কৃষক শ্রমিক ও জেলেদের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছিল।  তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত আহত আফজল জানায়, ইজারাদারের লোকজন তাদের উপর হামলার সময় ইজারাদার পুত্র রাহী (২৪) উচ্চ স্বরে চিৎকার করে বলে আরো মানববন্ধন করবেনি বলে তাদের শরীরের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।  তারা আরো জানায়, হামলায় ইজারাদারের পাহাড়াদার রতনশ্রী গ্রামের কামাল মিয়া, রবি, বাপ্পু, তমিম, পাখি, সাজিম, মিল্টন ও সোহান অংশ নেয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn