তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের বিরুদ্ধে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৬ জন রোহিঙ্গা মুসলিমকে অবৈধ ভাবে নাগরিকত্ব প্রদানের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।বিভিন্ন অনলাইন, পত্রিকার সংবাদ ও অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম গত শনিবার তদন্তপূর্বক একজন ইউপি সদস্যকে বাদাঘাট ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালককে (ডিডি এলজি) নির্দেশ দিয়েছেন।  জেলা প্রশাসক মো. সাবিরুর ইসলাম জানান, রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকার সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিডি এলজিকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই তপন চন্দ্র দাস উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রাম থেকে ১২ রোহিঙ্গা আটক করেন। আটককৃত সবাই একই পরিবারের সদস্য। আটককৃত ওই রোহিঙ্গাদের কাছ থেকে বাদাঘাট ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের দেয়া ৫টি নাগরিকত্ব সনদ জব্দ করে পুলিশ। গত ১৭ জুলাই তারিখে ওই রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ প্রদান করেন বাদাঘাট ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। শুক্রবার এই রোহিঙ্গা পরিবারকে পুলিশ হেফাজতে কক্সবাজারে ফেরত পাঠায় পুলিশ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn