প্রতারণা করার অভিযোগে ময়মনসিংহ থেকে মো. তাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার হওয়া মো. তাজুল ইসলাম কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের মৃত জিয়াউল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, তাজুল ইসলাম নিজেকে কখনো সংসদ সদস্য, কখনো রাষ্ট্রপতির ছেলে পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তদবির করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরই কোনাডাংগর এলাকায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তিনি বলেন, প্রতারক তাজুলকে আটকের পর জেলা প্রশাসকের গোপনীয় শাখার সহকারী আশিকুর রহমান খান সদর মডেল থানায় বাদী হয়ে তাজুল ইসলামকে আসামি করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার (২৮ আগস্ট) তাজুলকে আদালতে হাজির করা হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn