সামিউল কবির-

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে আজ কারো ঘরে ঈদ আনন্দ নেই তা যেনো গতকালের ঈদের জামাতের পর নীল আকাশে মিশে গেছে, নারী, শিশু, যুবক, বৃদ্ধ, শ্রমিক, কৃষক সবার মনে কালো ভয় উৎকন্ঠা অনিশ্চয়তা ও অনিরাপত্তা কাজ করছে। সরেজমিনে গিয়া জানা যায় গ্রাম্য পরিবেশটা আজ খুব থমথমে, পুরুষের কোনো পথচারনা চোখে পড়েনা। সবাই বাড়িঘর ছেড়ে অনত্র্য চলে গেছে, গ্রামে আজ পীনপন নীরবতা বিরাজ করছে।

উল্লেখ্য, যে সোমবার ঈদের জামাতের পর গ্রামের দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে উক্ত গ্রামের প্রভাবশালী দুইগোষ্টি এক মহামারি সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার মাশুল হিসেবে শতাদিক লোক আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন। দক্ষিণ সুনামগঞ্জ থানা সুত্রে জানা যায়- ঘটনাটির দুদিন অতিবাহিত হলে কোনো পক্ষই এখনো মামলা করেনী পরবর্তীতে থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা গ্রহন করেছে, ইতিমধ্যে দুই পক্ষের প্রায় ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn