মুন‌জের অাহমদ চৌধুরী,লন্ডন :: চি‌কিৎসা ও প‌রিবা‌রের সদস্য‌দের সা‌থে সময় কাটা‌তে চল‌তি মাসের শেষা‌র্ধে লন্ড‌নে অাস‌ছেন বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া। লন্ড‌নে পা,‌কোম‌রের চি‌কিৎসার পাশাপা‌শি বড় ছে‌লে তা‌রেক রহমান,পুত্রবধু নাত‌নি সহ প‌রিবা‌রের সদস্য‌দের সা‌থে সময় কাটা‌নোই বিএন‌পি চেয়ারপাস‌নের অাগম‌নের মূল কারন ব‌লে জানা গে‌ছে। ‌বিএন‌পির অান্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য কমি‌টির সা‌বেক সভাপ‌তি মা‌হিদুর রহমান মঙ্গলবার সকা‌লে এ প্র‌তি‌বেদ‌কের সা‌থে অালাপকা‌লে জানান,চল‌তি মা‌সের ১৭ বা ১৮ তা‌রি‌খে ম্যাডা‌মের লন্ড‌নে অাসার এক‌টি প‌রিকল্পনা ছিল। কিন্তু ২০ তা‌রি‌খে অাদাল‌তে এক‌টি মামলার ধার্য্য তা‌রিখ থাকায় তাঁর অাসার তা‌রিখ পি‌ছি‌য়ে‌ছে। ত‌বে,বড় কোন ইস্যুর কার‌নে সিদ্বান্ত না পাল্টা‌লে চল‌তি মা‌সের শেষা‌র্ধেই ম্যাডাম অাস‌বেন ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি। জানা গে‌ছে,লন্ড‌নে বেগম জিয়া বেশ ক‌য়েক সপ্তাহ থাক‌তে পা‌রেন। এখান থে‌কে ওমরাহ ক‌রে দে‌শে ফেরারও সম্ভাবনা অা‌ছে তাঁর। এক‌টি সুত্র জানায়,মামলার কার‌নে তাড়া না থাক‌লে অন্তত মাসখা‌নেক লন্ড‌নে থাক‌বেন খা‌লেদা। দে‌শে সন্তান অার নিজ প‌রিবা‌রের কেউ কা‌ছে না থাকায়,সময় সু‌যোগ পে‌লে লন্ড‌নে অাসার অ‌পেক্ষায় থা‌কেন খা‌লেদা জিয়া নিজেও।

লন্ড‌নের কিংসষ্ট‌নে বড় ছে‌লের ভাড়া করা বাড়ী‌তে লন্ড‌নে প‌রিবা‌রের সা‌ন্নি‌ধ্যেই এখা‌নে বে‌শিরভাগ সময় কা‌টে বেগম জিয়ার। এর বাই‌রে, ছে‌লের বউ ডাঃ জোবাইদা রহমা‌নের অাগ থে‌কে নি‌য়ে ডাক্তার ও হাসপাতা‌লের এপ‌য়েন্টম্যান্ট অনুযায়ী চি‌কিৎস‌দের সা‌থে সাক্ষাত ক‌রেন তি‌নি। এরবাই‌রে নিয়‌মিত স্বাস্থ্য পরীক্ষাও হ‌বে তাঁর। গতবা‌রের ম‌তো খা‌লেদার ছোট ছে‌লে মরহুম অারাফাত রহমান কো‌কোর প‌রিবারও বেগম জিয়ার লন্ডন সফ‌রের সময় এখা‌নে অাস‌ার সম্ভাবনা অা‌ছে। দলীয় রাজনী‌তির সং‌বেদনশীল বি‌ভিন্ন বিষ‌য়ে গতবারও খা‌লেদা জিয়ার লন্ডন সফ‌রের পরই চুড়ান্ত সিদ্বান্ত অা‌সে। বি‌এন‌পি রাজনী‌তির স্পর্শকাতর বহু অালাপই মা-‌ছে‌লে ফোনে সা‌রেন না অা‌ড়ি-পাতার বিড়ম্বনায়। গতবারও খা‌লেদার সফ‌রের পর দ‌লের সহ‌যোগী সংগঠনগু‌লোর শীর্ষপ‌দে প‌রিবর্তন অা‌সে। এবারও অাগামী নির্বাচন,দ‌লের অংশগ্রহন অার প্রার্থীতার প্র‌শ্নে;মা ছে‌লে সিদ্বান্ত নে‌বেন বলে ধারনা কর‌ছেন রাজ‌নৈ‌তিক পর্য‌বেক্ষক মহল। ত‌বে,লন্ড‌নে বেগম জিয়ার সফরকা‌লে ব্রি‌টে‌নে বৃহৎ প‌রিস‌রে এবার কোন কূট‌নৈ‌তিক বৈঠ‌কের প‌রিকল্পনা অা‌ছে কি না তা নি‌শ্চিত হওয়া যায়নি।

‌বিএন‌পির জৈষ্ঠ্য ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ‌দিন ধ‌রে লন্ড‌নে বসবাস করেন। কিন্তু, তাঁর সা‌থে সাক্ষাত কর‌তে দ‌লের নেতাকর্মী‌দের তা‌রে‌কের পিএস এর কাছ থে‌কে এপ‌য়েন্ট‌মে‌ন্টের জন্য পোহা‌তে হয় বহু কাটখড়। য‌দিও গত ঈ‌দের দি‌লেও লন্ডনে ক‌য়েকশ নেতাকর্মীর সা‌থে ঈদ শু‌ভেচ্ছা বি‌নিময় ক‌রেন তা‌রেক। কিন্তু,‌বেগম জিয়া লন্ডন সফরকা‌লে বরাবরই প্রবাসী নেতাকর্মী‌দের সাক্ষাত দি‌তে উদার। খা‌লেদা জিয়া শো‌নেন বি‌ভিন্ন জেলার প্রবাসী নেতা‌দের অ‌ভি‌যোগ,অনু‌যোগও। খা‌লেদার অাসার সময়ে দে‌শের ও ইউ‌রোপ,অা‌মে‌রিকার অ‌নেক বি‌এন‌পি নেতারাও উ‌ড়ে অা‌সেন লন্ড‌নে। ‌বিএন‌পির বি‌শেষ ক‌রে বৃহত্তর সি‌লে‌টের সব জেলার রাজনী‌তির নেতৃ‌ত্বের বিষয়‌টি গত ক বছর ধ‌রে প্রভা‌বিত হ‌য়ে অাস‌ছে লন্ডন থে‌কে। যুক্তরাজ্য বিএন‌পির কিছু প্রভাবশালী নেতা ও সৌ‌দি বি‌এন‌পির  এক নেতা এ‌ক্ষে‌ত্রে মূল ভু‌মিকা রা‌খেন। অার বি‌দেশের প্রভা‌বিত তদ‌বিরকারী‌ কিছু নেতা‌দের ভু‌মিকায় সম্প্র‌তি সিলে‌টের বি‌ভিন্ন এলাকায় বিএন‌পি‌তে অস‌ন্তোষও সৃ‌ষ্টি হয়।

এ‌দি‌কে,জুলাই মা‌সে যুক্তরাজ্য বিএন‌পির নতুন ক‌মি‌টি ঘোষনার অ‌পেক্ষায় ছি‌লেন নেতাকর্মীরা। খা‌লেদা জিয়া অাসার খব‌রে সে প্র‌ক্রিয়াও পি‌ছি‌য়ে গে‌ছে।যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক জানান,বেগম জিয়া অাস‌ছেন এ মা‌সে। সফরসুচী চুড়ান্ত হ‌লে তা‌রিখ জানা‌তে পারব। ত‌বে লন্ড‌নে তি‌নি কোন অানুষ্টা‌নিক সভা সমা‌বে‌শে যোগ দে‌বেন কিনা সে সিদ্বান্ত হ‌বে তি‌নি লন্ড‌নে অাসার  পর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn