দিরাই  :: মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তর দিরাই শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার বেলা ১১ টায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা খালেদ আহমদ জায়িম ও পবিত্র গীতা পাঠ করেন ভাটি বাংলা যুব পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস। উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, ভাটি বাংলা যুব পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন, এমকে যুব ফাউন্ডেশনের সভাপতি মো. মোস্তাহার মিয়া মোস্তাক, দিশারী সমাজ সচেতন যুব সংঘের সভাপতি রুকনুজ্জামান জহুরী, সফল যুব সংগঠক মো. নেজাবুল ইসলাম, সফল আত্মকর্মী মো. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহা, শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ইদ্রিস আলী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn