বার্তা ডেক্সঃঃপরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দুর্ঘটনা এড়াতে দেশের সব সড়কের বাঁক সোজা করা হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। মহাসড়ক ঘেঁষে যেখানে হাটবাজার গড়ে উঠেছে, সেখানে ফ্লাইওভার করা হবে বলেও জানান তিনি। রবিবার (২ জুন) ভোরে সুনামগঞ্জের গণিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাত জনের স্বজনদের সমবেদনা জানাতে দুপুরে জেলা সদর হাসপাতালে এসে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এ সময় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘এই সহায়তা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা পোষানোর ক্ষমতা কারও নেই। যারা সন্তান-ভাই হারিয়েছেন, তাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। তাদের দুঃখের সময় আমরা পাশে থাকতে চাই।’ এমএ মান্নান বলেন, ‘দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন গাড়ি, চালক এবং কোনও কোনও ক্ষেত্রে পথচারীদের অসাবধানতাও দায়ী।’ এ সময় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn