দুর্যোগ মোকাবেলা করেই আমাদের চলতে হবে : জেলা প্রশাসক
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, যেকোনো দুর্যোগে অস্থির হলে চলবে না। দুর্যোগ মোকাবেলা করে আমাদেরকে চলতে হবে। দুঃখ-কষ্টে একা থাকবেন না। একে অন্যের সহযোগী হয়ে থাকবেন। সুনামগঞ্জে অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এইজন্য সবাইকে কাজ করতে হবে। আমরা সরকারি লোক। আজ আছি কাল থাকব না। কিন্তু আপনাদেরকে থাকতে হবে এবং কাজ করতে হবে। সবাইকে ঘুরে দাঁড়াতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার সকালে জাহাঙ্গীর নগর ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত ইউনিয়নবাসীর মাঝে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড সিলেট-এর সৌজন্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সিলেটের সহযোগিতায় সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান-এর সভাপতিত্বে এবং ইউপি সদস্য নজরুল ইসলাম মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক সিলেটের ম্যানেজার হুছান আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মুকসেদ আলী। সভা শেষে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারে ২ বান্ডিল করে ১শত বান্ডিল ঢেউটিন বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এসময় জেলা প্রশাসকের সহধর্মিনী লুবনা আফরোজা ও জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউপি সচিব তামজিদা চৌধুরী, সদস্য আব্দুল লতিফ, ইসমাইল হোসেন ভূঁইয়া প্রমুখ।