দোয়ারাবাজার  :: দোয়ারাবাজারে প্রতিপক্ষকে ফাঁসাতে সৎভাইকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে আটক হওয়া ব্যক্তি। রবিবার (৭ জুলাই) সুনামগঞ্জ কোর্টে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার স্বীকারোক্তিমূলক বর্ণনা দিয়েছে হত্যা মামলার প্রধান আসামি আবুল কাশেম। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা (নয়াপাড়া) গ্রামে নিজ বসতঘরে খুন হন মোকশদ আলীর ছেলে আবিজ আলী। খবর পেয়ে পরদিন দুপুরে দোয়ারাবাজার থানা পুলিশ নিহত আবিজ আলীর গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠান। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয় নিহতের চার সৎ ভাইসহ গ্রামের আরো দুজনকে।  তখন পুলিশের জিজ্ঞাসাবাদে প্রতিপক্ষ মমিন উদ্দিনের ছেলে মইন উদ্দিন ও জসিম উদ্দিনকে ফাঁসাতে আব্দুল আবিজকে গলা কেটে হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় নিহতের সৎ ভাই আবুল কাশেম।  এ ব্যাপারে শনিবার নিহতের ছেলে মোস্তাকিম বাদী হয়ে নিহতের চার সৎ ভাই আবুল কাশেম, আব্দুল আওয়াল, আব্দুল মজিদ ও ফয়জুর রহমানের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn