নরসিংদীর বীরপুরে কলেজছাত্রী ফুলন রানী বর্মণের (২২) গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এ ঘটনা ঘটে বলে শুক্রবার রায়পুর থানা পুলিশ সূত্রে জানা যায়। এ ঘটনায় সজীব নামের একজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। রায়পুর থানা পুলিশ জানায়, নরসিংদীতে ফুলন রানী বর্মণের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। শুক্রবার ভোরে রায়পুর উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে সজীবকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নরসিংদী থানা পুলিশ জানায়, ফুলন বর্মণ নরসিংদী পৌর এলাকার বীরপুর মহল্লার যোগেন্দ্র বর্মণের মেয়ে এবং নরসিংদীর উদয়ন কলেজের ছাত্রী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সাড়ে ৮টার দিকে ফুলন তার মামার সঙ্গে দোকানে কেক আনতে গিয়েছিল। মামা কেক কিনে দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। কেক নিয়ে বাড়ির আঙিনায় পৌঁছলে অজ্ঞাত দুই দুর্বৃত্ত তার হাত ও মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফুলনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn