না বুঝে বরগুনার ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে মামলা করেছিলেন বলে জানিয়েছেন এ মামলার বাদী অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু। রোববার আদালতের মাধ্যমে মামলাটি প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ওবায়েদুল্লাহ। পরে সাংবাদিকদের একথা জানান তিনি। সাজু বলেন, ছবিটি যে পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা ছিল, তা জানতাম না। মামলা হওয়ার পর আদালতে মূল ছবি জমা পড়ার পর বিষয়টি জেনেছি। তিনি বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল। না বুঝে মামলা করেছিলাম। এখন আর মামলাটি চালাতে আগ্রহী নই। তাই মামলা প্রত্যাহার করেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে পেছনের দিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপানো হয়েছে অভিযোগ করে গত ৭ জুন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয় বরগুনা সদরের ইউএনও গাজী তারেকের বিরুদ্ধে। তখন বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত জুনের প্রথম সপ্তাহে তাকে বরগুনা সদর উপজেলায় বদলি করা হয়। সাজুর করা ওই মামলার শুনানি ছিল গত বুধবার। ওইদিন সকালে জামনি নামঞ্জুর হলেও বিকেলে জামিন পান ইউএনও তারিক। তারিক সালমনকে কারাগারে পাঠানোর ঘটনায় সারাদেশে ক্ষোভ দেখা দেয়; ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমেও ক্ষোভ প্রকাশ হতে থাকে। এরই মধ্যে মামলার বাদী ওবায়েদুল্লাহকে গত শুক্রবার দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn