নিউহ্যামের মেয়র পদে লড়বেন বাঙালি নারী রাহিমা
২০১৮ সালের ৩ মে নিউহ্যাম কাউন্সিলের মেয়র এবং কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাহী মেয়র নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাঙালি মেয়ে রাহিমা খান। তিনি সম্প্রতি কনজারভেটিভ পার্টি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে মনোনীত করা হয় বলে কনজারভেটিভ পার্টির ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। রাহিমা খান গত ২০ বছরের বেশি সময় ধরে নিউহ্যামে বসবাস করেন। পেশায় তিনি একজন শিক্ষক। স্থানীয় একটি শিশুদের স্কুলে শিক্ষকতা করেন রাহিমা খান। জানা যায়, আসনটি দীর্ঘদিন ধরে লেবার দলের নিয়ন্ত্রণে রয়েছে। লেবার পার্টির স্যার রবিন ওয়েলস মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেশ দাপটের সাথে। ২০০২ সাল থেকে নিউহ্যামের মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। লেবার নিয়ন্ত্রিত নিউহ্যামে সব কাউন্সিলরও লেবারের। ফলে এই নির্বাচনে জেতা বাঙালি মেয়ে রাহিমা খানের জন্য যে সহজ হবে না তা বুঝা যাচ্ছে। এরপরও আশাবাদী তিনি।