ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির বিচার হবে কিনা সেই শুনানি হবে আগামী ২০ জুন। সোমবার (১০ জুন) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ শুনানি শেষে চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণ করেন এবং অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, শুনানি শেষে ২০ জুন আদালতে অভিযোগ গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক। সোমবার সকাল ১১টার দিকে অভিযুক্ত ১৬ আসামি মাদ্রাসা অধ্যক্ষ এসএম সিরাজউদ্দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), মাকসুদ আলম ওরফে মোকসুদ আলম কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), মোহাম্মদ শামীম (২০), রুহুল আমিন (৫৫) ও মহিউদ্দিন শাকিলসহ (২০) ২১ আসামিকে আদালতে আনা হয়। পরে তাদের বিচারিক আদালতে তোলা হয়। এ সময় আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার ইকবালসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। নিরপরাধ বলে চার্জশিট থেকে নূর হোসেন, আলা উদ্দিন, কেফায়েত উল্লাহ জনি, সাইদুল এবং আরিফুল ইসলামকে আদালত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে ৩০ মে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলার নথি এই বিচারিক আদালতে হস্তান্তর করেন।

প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে ডেকে নিয়ে সিরাজউদ্দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল মারা যান তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn