পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে মোটরসাইকেল থেকে আত্মঘাতী বোমা হামলায় আট সেনাসদস্যসহ নিহত হয়েছেন ১৫ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার রাতে দেশটির স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানস্থলের কাছেই এক বাস স্টপেজে সেনা যান লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এতে সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। বোম্ব ডিসপোজাল স্কোয়াডের এক সিনিয়র কর্মকর্তা জানান, হামলার ২৫ থেকে ৩০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এক বিবৃতীতে বলেছেন, আমরা কোনো অপশক্তির কাছে নতিস্বীকার করবো না। হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মামনুন হোসেইন। এ পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠীই। বেলুচিস্তান প্রদেশটি ইরান ও আফগানিস্তান সীমান্ত এলাকায়। বেলুচ বিদ্রোহীরা ওই প্রদেশের খনিজ এবং গ্যাস ক্ষেত্রের এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রায় এমন হামলা করে থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn