অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজ এবং সেপ্টেম্বর-অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে গতকাল ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে তালিকায় আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা প্রত্যেকেই আছেন। তাঁদের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম করে জায়গা করে নিয়েছেন এনামুল হক এবং আল-আমিন হোসেন ছাড়াও কয়েকজন। ঘরোয়া আসর বলতে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। যদিও ওই আসরে সেরা পারফরমারদের কারো কারো আবার প্রাথমিক দলে ঠাঁই হয়নি। এই যেমন লিগের সর্বাধিক উইকেটশিকারির তালিকার ১ ও ২ নম্বরে থাকা আবু হায়দার ও আরাফাত সানীর সুযোগ হয়নি। প্রচুর রান করেও সুযোগ হয়নি আন্তর্জাতিক ক্রিকেটের পরীক্ষিত পারফরমার শাহরিয়ার নাফীসেরও। অবশ্য বল হাতে যখন কিছুটা দুঃসময় যাচ্ছে সাকিব আল হাসানের, তখন বাঁহাতি স্পিনার সানী নির্বাচকদের সক্রিয় বিবেচনায় থাকবেন বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু নিজের ব্যক্তিগত সমস্যাকে এক পাশে সরিয়ে রেখে রানার্স-আপ প্রাইম দোলেশ্বরের হয়ে ১৫ ম্যাচে ৩৪ উইকেট নেওয়ার মতো দৃঢ়তা দেখানো এই বোলারের সুযোগ না পাওয়ার কারণ ভিন্ন। শুধরে ফিরলেও তাঁর বোলিং অ্যাকশন নিয়ে যে এখনো নিঃসংশয় নন নির্বাচকরা! প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন সে কথাই, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা শুধু টেস্টই খেলব। আবার দক্ষিণ আফ্রিকা সফরেও আগে টেস্ট সিরিজ। কাজেই প্রস্তুতিও আগে টেস্টেরই নিতে হচ্ছে। আর সানী তো টেস্টের বিবেচনায় কখনো থাকেও না। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য ওকে নিশ্চয়ই ভাবা হবে। ও প্রিমিয়ার লিগে ভালো পারফরমও করেছে। তবে আমরা ওর বোলিং অ্যাকশনও পর্যবেক্ষণ করছি। ’ সেই পর্যবেক্ষণের শেষটা যদি ইতিবাচক হয়, তাহলেই কেবল নির্বাচকদের বিবেচনায় ফিরবেন ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া এ স্পিনার, ‘আমরা ওর খেলা ম্যাচগুলোর ভিডিও ফুটেজ দেখছি। ওকে নিয়ে সন্দেহমুক্ত হলেই আবার সে স্কোয়াডে ফিরবে। ’

সানীর তবু ফেরার সুযোগ থাকছে, দোলেশ্বরে তাঁর সতীর্থ শাহরিয়ার নাফীসের আপাতত সেটিও নেই। ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ বাঁহাতি ব্যাটসম্যান ১৫ ইনিংসে ৪২.৮৫ গড়ে ৬০০ রান করে আছেন প্রিমিয়ার লিগের ব্যাটসম্যানদের সেরা পাঁচেও। তবু তাঁর বিবেচিত না হওয়ার কারণ ব্যাখ্যায় মিনহাজুলের বক্তব্য নাফীসের জন্য তীব্র হতাশাজনকই হওয়ার কথা, ‘বাংলাদেশ দলের টপ অর্ডারে নাফীসের কোনো জায়গা নেই। তা ছাড়া প্রিমিয়ার লিগে নিজের ব্যাটিং পজিশনেও সে নামেনি। ব্যাটিং করেছে ৪ ও ৫ নম্বরে। ’ নাফীসের জন্য কিছু আশার বাণীও শুনিয়েছেন প্রধান নির্বাচক। অবশ্য সে আশা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন কোনো সিরিজ পর্যন্তই কেবল বিস্তৃত! চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৬ ম্যাচে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ৩৫ উইকেট নেওয়া বাঁহাতি পেসার আবু হায়দারের প্রাথমিক দলে জায়গা না পাওয়ার কারণ, ‘ও তো এইচপি স্কোয়াডে আছেই। প্রয়োজনে ডেকে নেওয়ার সুযোগও আছে তাই। ’ যদিও এইচপি স্কোয়াডের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অপেক্ষায় থাকা এনামুল এবং লিটন কুমার দাশ কিন্তু আছেন প্রাথমিক দলেই। প্রাথমিক দলে প্রিমিয়ার লিগে দারুণ বোলিং করে ফেরা আল-আমিনের সঙ্গী হয়েছেন মুক্তার আলী, আবুল হাসান, তানভীর হায়দার ও সাকলায়েন সজীবরাও।

প্রাথমিক দল

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদ উল্লাহ, লিটন কুমার দাশ, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, সাঞ্জামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, এনামুল হক, আবুল হাসান, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলায়েন সজীব এবং শফিউল ইসলাম।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn