সলিল বরণ দাশ::  ইংল্যান্ডে দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের জন্য গত রবিবার ১১ অক্টোবর ২০২০ ব্রিটেনের ইংল্যান্ড ও অয়েলস রাজ্যের সবচেয়ে উঁচু পর্বত স্নোডন এর চূড়ায় পায়ে হেঁটে পৌঁছান নবীগঞ্জ এর মোফাজ্জল চৌধুরী ইমরান। সাগর থেকে ১১০০ মিটার উচ্চতায় স্নোডনের চুড়ায় যেতে ইমরানের সময় লাগে ৩ ঘন্টা ৭ মিনিট। হেঁটে পর্বতের চুড়ায় উঠা ও পর্বত থেকে নেমে নিচে আসার রাস্তা ১৩ কিলোমিটার। গ্লোবাল রিলিফ ট্রাস্ট চ্যারিটি সংস্থার আয়োজিত এই প্রোগ্রামে চ্যারিটির জন্য টাকা তোলতেই ইমরান এতে অংশ গ্রহণ করেন। গ্রুপের সবার মধ্যে ইমরান প্রথমেই পৌঁছান এবং প্রথমেই নিচে নামেন। ইমরান জানান, আগামী বছর স্কটল্যান্ড এর বেন নেভিস পর্বতের চুড়ায় হেঁঠে উঠার পরিকল্পনা করছেন। বেন নেভিসের উচ্চতা ১৩৪৫ মিটার। বেন নেভিস পুরো ব্রিটেনের সবচেয়ে উঁচু পর্বত। বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক মোফাজ্জল চৌধুরী ইমরান এর বাড়ি নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের ঘোণাপাড়া গ্রামে। ইমরান এর বাবা বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহজাহান চৌধুরী।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn