বাংলাদেশ সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গাজীপুর থেকে সেনাবাহিনীর প্রাক্তন তিনজন সদস্যসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে সেনাবাহিনীর ইউনিফরম, মেজরর‌্যাংক ব্যাচ, সীল, ভুয়া নিয়োগপত্র সহ নানা সামগ্রী উদ্ধার করা হয়েছে। গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ দুপুরে তার অফিসের সম্মেলনে কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ জানান, সেনাবাহিনীর ভুয়া মেজর সাকিব হাসান লিটন, তার পি এ মুজ্ঞুরুল হোসেন, ভুয়া ওয়ারেন্ট অফিসার এমদাদুল ইসলাম ও অফিস সহকারী আব্দুর রাজ্জাককে নগরের জয়দেবপুরের বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ওইসব বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তারা সেনাবাহিনী থেকে চাকুরীচ্যুত হয়ে বর্তমানে কর্মরত কতিপয় সেনাসদস্যের সহায়তায় লোকজনকে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছে। তারা গাজীপুর, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, জামালপুরসহ বিভিন্ন এলাকার অনেক লোকজনকে চাকুরীর নিয়োগপত্র দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn