মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, এই অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি (শেখ হাসিনা) বড় মনের পরিচয় দিয়েছেন।সোমবার রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দলের নেতাকর্মীদের রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষ মানুষের ওপর এভাবে অত্যাচার করতে পারে, ভাবলেই শরীর শিউরে ওঠে। আজ ওদের অপরাধ ওরা মুসলমান। আমাদের সবার উচিত রাজনীতিকে বাইরে রেখে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

এরশাদ বলেন, আমাদের সামর্থ্য কম, তবু একবার গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আবার যাবো। সরকার বা আমাদের একার পক্ষে সব করা সম্ভব নয়, এজন্য দল-মত নির্বিশেষে সবাইকে এই অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হওয়ার আশা প্রকাশ করে এরশাদ বলেন, দেশের রাজনৈতিক অবস্থা ঘোলাটে। মানুষের মন থেকে রাজনীতি উঠে যাচ্ছে। দেশবাসীকে আবার রাজনীতির ওপর আস্থায় ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু করতে যদি কেউ বাধা সৃষ্টি করে সেখানেই তাদের প্রতিরোধ-প্রতিহত করা হবে।দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করে আগামী নির্বাচনে অংশ নিয়ে সাধারণ মানুষের ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে।

মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, জিয়াউদ্দিন বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার লোটন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইসহাক ভূইয়া, ছাত্র সমাজের সভাপতি সৈয়দ ইফতেখার আহসান হাসান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn