সিলেট, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের বন্যার্তদের সাহায্যে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্স সফররত ডাকসুর সাবেক ভিপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ফ্রান্সের প্যারিস বাংলা প্রেসক্লাব ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ক্যাথসিমার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের উদ্দেশে সুলতান মনসুর বলেন, প্রবাসীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব ক্রান্তিলগ্নে সবসময়ই দেশের পাশে ছিলেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই আমি আহ্বান জানাচ্ছি বর্তমানে দেশের চলমান বন্যায় বানভাসি মানুষের পাশে আপনারা দাঁড়ান।

প্যারিস বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এতে আরও বক্তব্য দেন সহ-সভাপতি খালেদ গোলাম কিবরিয়া, আবুল কালাম মামুন, মিজানুর রহমান, আব্দুল আজিজ, মোসাদ্দেক হোসেন সাইফুল, জুলিয়া আহসান প্রমুখ। এ সময় বাংলাদেশের চলমান রাজনীতি ও ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির নানান বিষয় নিয়ে বক্তারা তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা বলেন, দেশকে শতভাগ দুর্নীতিমুক্ত করতে পারলে দেশের উন্নয়ন আরও তরান্বিত হবে এবং প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। পরে সুলতান মনসুরকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্যারিস বাংলা প্রেসক্লাবের সদস্যরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn