বার্তা ডেক্সঃঃফরিদপুরের ভাঙ্গায় মুদি ব্যবসায়ী বিকাশ সাহা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার (২০) অক্টোবর) বিকেলে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মোসা. কামরুন্নাহার বেগম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় চারজন আসামির মধ্যে তিনজন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- আলামিন শেখ, স্বপন মুন্সি, মো. নাহিদ শেখ ও আইনাল শেখ। এদের সবার বাড়ি ভাঙ্গা উপজেলা চৌধুরীকান্দা সদরদি গ্রামে। এদের মধ্যে আলমিন শেখ পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত (পিপি) এম এ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ১০টার দিকে ভাঙ্গা বাজার হতে দোকান বন্ধ করে নিজ বাড়িতে ফিরছিলেন বিকাশ সাহা। এসময় আসামিরা তাকে একটি বাঁশ ঝোপে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদি হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত বিকেলে এ রায় দেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn