হোয়াটসঅ্যাপের পথেই হাঁটছে ম্যাসেঞ্জারও। একবারে ৫ জনকেই ফরওয়ার্ড করা যাবে মেসেজ, তার বেশি না। বিভ্রান্তিকর ভুল তথ্য ভাইরাল হয়ে যাওয়া এড়াতে এবং ফেক নিউজে রাশ টানতেই এই পদক্ষেপ। ২০১৮ সালে হোয়াটসঅ্যাপে কার্যকরী হয়েছিল এই নিয়ম। ম্যাসেঞ্জারে এই নতুন নিয়ম কায়েম হওয়ার ফলে কোনো মেসেজ একবারে ৫ জনের বেশি অ্যাকাউন্টে পাঠানো যাবে না। ম্যাসেঞ্জারের সুরক্ষা ও গোপনীয়তা বিভাগের ডিরেক্টর অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট, জয় সুলিভানের কথা অনুযায়ী, ফরওয়ার্ডিংয়ে সীমা আনলে ভুল তথ্যের ভাইরাল হওয়া রোখা যাবে।এই পদ্ধতি প্রথমে মার্চ মাসে ফেসবুক পরীক্ষা করেছিল। কিন্তু এখন সকলের জন্য আনতে চলেছে এই নিয়ম। যদিও বর্তমানে কয়েকটি দেশেই কায়েম হয়েছে ম্যাসেঞ্জারের এই নতুন নিয়ম। তবে ২৪ সেপ্টেম্বরের মধ্যেই সারা বিশ্বে বলবৎ হতে পারে এই নতুন নিয়ম।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn