বার্তা ডেক্সঃঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। মৃত আছিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়া সদরের নামুজা ইউনিয়নের মথুরা গ্রামে। মৃত্যুর আগে আছিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার ব্যবহারে কেউ কোনো দিন কষ্ট পেলে দয়া করে মাফ করবেন। কারণ, মৃত্যু কার কখন দুয়ারে আসে আমরা কেউ বলতে পারি না; আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন।’

পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির নিজ এলাকায় একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। সম্পর্কের জের ধরেই বৃহস্পতিবার ফজরের নামাজের আগে ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে ঐ ছেলের সাথে কী ঘটেছিলো যার কারণে মেয়েটি আত্ম হননের পথ বেঁছে নিয়েছে তা এখনো জানা যায়নি। মেয়ের বড়ভাই আল-আমিন এর সাথে কথা বলে জানা যায়, আমরা ইতোমধ্যে আছিয়ার পরিবার থানায় এসেছে। মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী তোরাবি বিনতে হক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn