দিরাই  :: বিশ্বনবী হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমা’আর নামাজ শেষ দিরাই পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে মধ্যবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়। এরপর সেখান থেকে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে থানা পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দীনের সভাপতিত্বে এবং ছাত্র জমিয়ত নেতা মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা ওবায়দুল হকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, প্রখ্যাত আলেম মাওলানা আজিজুর রহমান, মাওলানা মোজাম্মিল হোসেন, মাওলানা আব্দুল হাই, মাওলানা মহিউদ্দিন ক্বাসেমী, মাওলানা এবিএম নোমান, মাওলানা এনামুল হক, মাওলানা মোক্তার হোসেন, মাওলানা খালেদ আহমদ জায়িম, মাওলানা আবিদুর রহমান, মাওলানা জিয়াউল করিম প্রমুখ। সমাবেশ শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো’র কুশপুত্তলিকা দাহ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn