বার্তা ডেক্সঃঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপিত হবে।বর্ষটির উদযাপন শুরু হয়েছে ২০২০ সালের ১৭ মার্চ থেকে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ অনুষ্ঠিত হবে। আর এতে সিলেটের ১৭জন প্রতিযোগী এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এলিট এ্যাথলেট সহ ১০০ জন ম্যারাথন দৌড়বিদ বিদেশী ও বাংলাদেশী নাগরিক এতে অংশগ্রহণ করবেন। আগামী ১০ জানুয়ারি দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি ঢাকার আর্মি স্টেডিয়ামে সকাল সাড়ে ৬টায় শুরু হবে।

এতে সিলেটের হয়ে ৪২ কি. মি. প্রতিযোগিতায় থাকবেন নাজিম আহমদ, আবুল হাসান, আব্দুল বাসিত, হাসান সুলেমান, সাজিদুর রহমান, কামরুল হাসান খান, সারওয়ার আহেমদ ও ২১ কি. মি. প্রতিযোগিতায় থাকবেন মো. লায়েক আহমদ, কামরুল হোসেন, জাকির হোসেন, কামরুল ইসলাম, বিশ্বজিৎ দাস তুহিন রায়হান, আনিসা খাতুন, নাসরিন আক্তার, সনজিব, শামীম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn