বদলে যাওয়া হ্যাপীকে নিয়ে বই!
সফল ব্যক্তিদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চান সবাই। সেই ভাবনা থেকে তাদের জীবনী বা জীবনের নানা অংশ বিভিন্ন সময় বই আকারে প্রকাশ করা হয়। এ নতুন কিছু নয়। তাই বলে একজন সুপারফ্লপ মডেল বা অভিনেত্রীর জীবনের গল্প বই-তে! এতোটা বোধহয় আশা করেন না কোনো পাঠক। তবে তাই হয়েছে। মডেলিং করতে এসে তেমন করে সুবিধা করতে না পারলেও বাংলাদেশি ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমে জড়িয়ে নিজেকে রাতারাতি আলোচনায় নিয়ে এসেছিলেন নাজনীন আকতার হ্যাপী। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এক পর্যায়ে অনেক জল গড়িয়ে গেলে নিজেকে গুটিয়ে নেন এই তরুণী। শোবিজ থেকে বিদায় নেন চিরদিনের জন্য।
হুট করে খবর পাওয়া যায়, অতীত জীবনের সবকিছুকে জলাঞ্জলি দিয়ে নিজেকে নতুন করে তৈরি করেছেন হ্যাপী। ইসলামিক শাসন-কানুন মেনে চলেন তিনি। বোরখা ছাড়া বাইরে আসেন না। নিজেকে তিনি আল্লাহর বাঁদী হিসেবে পরিচয় দেন। এরইমধ্যে আরেক খবর আসে গেল অক্টোবরে, হ্যাপী বিয়ে করেছেন।
এমনিভাবে বদলে যাওয়া হ্যাপীর গল্প নিয়ে প্রকাশ হয়েছে একটি বই। বইটি লিখেছেন সাদেকা সুলতানা সাকী নামে এক লেখিকা। ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ নামের বইটি প্রকাশ করেছে ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার। বইটি প্রকাশের প্রথম দিনেই এক হাজারের বেশি কপি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে প্রকাশনীটি। নামকরণ নিয়ে সাকী বলেন, মিডিয়ার আলোচিত হ্যাপী এখন ‘আমাতুল্লাহ’ (আল্লাহর বাদী) হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন। তাই এর নামকরণ করা হয়েছে ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’। বইটিতে হ্যাপীর বদলে যাওয়া জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। এটি অনেকটা সাক্ষাতকারভিত্তিক।
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন হ্যাপী। এই বিয়েটি পারিবারিকভাবেই হয়। তার স্বামীর নাম জানা না গেলেও এটা জানা গেছে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক। ধর্মীয় জ্ঞান লাভের জন্য এখন কওমী মাদ্রাসায়ও পড়ছেন হ্যাপী। রুপালি পর্দায় হ্যাপী অভিনীত ‘রিয়েলম্যান’, ‘সত্যিকারের মানুষ’ ছবি দুটি মুক্তি পায় গেল জানুয়ারিতে। এছাড়া হ্যাপী ‘ধূমকেতু’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছিলেন এই তরুণী। একটি মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছিল হ্যাপীকে। তবে সবগুলোই ছিলো সুপার ফ্লপের তালিকায়।