কুয়েতের কাবদে এক বাংলাদেশি শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই শ্রমিক যে ব্যক্তির গবাদি পশুর প্যান কাজ করত সেই তাকে হত্যা করেছে। এই ঘটনায় ওই শ্রমিক হত্যাকারী মালিককে পুলিশ গ্রেপ্তার করে হাজতে পুরেছে। প্রথমে ওই মালিক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুমকে কল করে বলেন, ওই বাংলাদেশি শ্রমিক তার গবাদি পশুর প্যানের ছাদ থেকে পড়ে মারা গেছেন। কিন্তু ফারওয়ানিয়া হাসপাতালে নিহতের ময়না তদন্তের পর ডাক্তাররা জানান তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপর ওই মালিক তার বাংলাদেশিকে শ্রমিককে হত্যার কথা স্বীকার করে নেন। কাজে অবহেলার কারণেই নাকি তিনি তাকে হত্যা করেছেন বলেও জানান ওই মালিক। এই খবর দিয়েছে আল-আনবা নামের কুয়েতি একটি দৈনিক পত্রিকা। তবে আল-রাই রামের অপর একটি কুয়েতি দৈনিক বলেছে, ওই শ্রমিক এখনো বেঁচে আছে। তাকে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পিটানোর ফলে দেহে মারাত্মক জখম হওয়ার কারণে তিনি অজ্ঞান হয়ে আছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn