বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতি হিসেবে ২৯ নভেম্বর বৈঠকটি হওয়ার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, স্থগিত হওয়া বৈঠকটি পরবর্তীতে আলোচনা সাক্ষেপে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২৯ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটির বিষয়ে ঢাকার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকলেও গতকাল এক চিঠিতে নয়া দিল্লি বৈঠকটি স্থগিতের অনুরোধ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে বৈঠক স্থগিতের বিষয়টি জানানো হয়। তবে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া দু’দেশের মধ্যে সব ধরনের যোগাযোগও অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।-পূর্বপশ্চিমবিডি

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn