বাংলায় এসএমএস পাঠানোর খরচ অর্ধেক করে দিয়েছে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)। অর্থাৎ ইংরেজির বদলে বাংলায় এসএসএস লিখে পাঠালে ইংরেজির তুলনায় খরচ হবে অর্ধেক। ইংরেজিতে এসএমএস খরচ ৫০ পয়সা হলে বাংলায় এসএমএসে খরচ হবে ২৫ পয়সা। বিটিআরসি ইতিমধ্যে মোবাইল ফোন অপারেটরগুলোর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। গত ১৩ জুন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে প্রেরিত বাংলায় এসএমএসের ট্যারিফ সর্বোচ্চ শূন্য দশমিক ২৫ টাকা (ভ্যাট ও ট্যারিফ ব্যতীত) নির্ধারণ করা হলো। আগামী ২০ জুন বৃহস্পতিবার থেকে কার্যকর করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn