বার্তা ডেক্সঃঃসিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহণ মালিক-শ্রমিকদের একটি বাসের ধাক্কায় বিআরটিসির একটি এসি বাসের গ্লাস ভাংচুরের ঘটনায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে গোবিন্দগঞ্জে মঙ্গলবার দুপুরে সংঘটিত এ ঘটনা যেমনি অত্যন্ত নিন্দনীয় তেমনি উদ্বেগজনক। এসময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবার আশংকা ছিল। বিআরটিসির এসি বাসে পরিবহণ মালিক-শ্রমিকদের বাসের ধাক্কা পূর্বপরিকল্পিত বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। নেতৃবৃন্দ এ ঘটনার জন্যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাসের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান। বিবৃতিদাতারা হলেন, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট রাজউদ্দিন, সদস্য ব্যারিস্টার আরশ আলী, অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী, সাংবাদিক আল আজাদ, অধ্যক্ষ সৈয়দ মহদ্দিস আহমদ, মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবহান ও ব্যবসায়ী তৌফিকুল আলম বাবলু।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn