আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উপাচার্যের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বন্ধ হয়ে গেছে সব ক্লাস-পরীক্ষা। ২ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য আটকে গেছে।শিক্ষার্থীদের দেওয়া তালা ঝুলছে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর, ক্লাসরুম ও ক্যান্টিনে। এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন আর দাবির মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী শরিফুল আলম।  গত তিন দিন ধরে আন্দোলন চলছে বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের অভিযোগ, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া উপাচার্য নিযুক্ত ছিল এ বিশ্ববিদ্যালয়ে। এজন্য গত ২৭ অক্টোবর ১১ তম সমাবর্তনের সব আয়োজন করেও সরকারপক্ষের সাড়া না পেয়ে সমাবর্তন স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের অভিযোগ- নামে বিশ্ববিদ্যালয় হলেও এখানে উন্মুক্ত বিদ্যাচর্চার সুযোগ নেই। কো-কারিকুলার অ্যাকটিভিটি নেই, সাংস্কৃতিক চর্চা নেই। শিক্ষার্থীরা একটা উদ্যোগ নিলে সেখানে প্রশাসনের কোনো সহায়তা পাওয়া যায় না। দাবিগুলোর মধ্যে আরও রয়েছে- সম্প্রতি চাকরিচ্যুত ১০ শিক্ষককে স্বপদে বহাল, ক্লিয়ারেন্স ফি বাতিল করা, শিক্ষার্থীদের থেকে নেওয়া অর্থের পুরো হিসাব প্রকাশ এবং অরাজনৈতিক ছাত্র সংগঠনসহ সাংস্কৃতিক ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের অনুমতি দেওয়া।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn