বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় এবার বাংলাদেশের নামটি দেখা যেতে পারে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তার কথা অনুযায়ী ১৮ নভেম্বর চীনে অনুষ্ঠেয় ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় থাকবেন বাংলাদেশের প্রতিযোগী। শিগগিরই শুরু হবে বাছাই প্রক্রিয়া। আর এই বাছাই কার্যক্রম পরিচালনা করবে অমিকন ও অন্তর শোবিজ। স্বপন চৌধুরী জানান, দেশের আটটি বিভাগ থেকে বাছাই করা ৩০ জন সুন্দরী মেধাবীকে নিয়ে আয়োজন করা হবে টিভি অনুষ্ঠান। এখান থেকে বিচারকের রায়ে চূড়ান্ত করা হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। যিনি ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হবেন, তিনি ‘৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা’য় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। স্বপন চৌধুরী বলেন, ‘আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ। কারণ, এখন থেকে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় আমাদের দেশের প্রতিভাবান তরুণীরাও অংশ নিতে পারবেন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn