ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সম্প্রতি তার বড় পর্দায় অভিষেক হয়েছে। ঈদে এবার খুব বেশি নাটকে দেখা যাবে না তাকে। তাবে তাকে এবার দেখা যাবে রাইসা চরিত্রে। এই গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেচে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মোচন করে রাইসার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।

বিয়ের পর খুব সুন্দরভাবেই সংসার ও চাকরিটা করছিলেন রাইসা। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যে তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করে। কিন্তু রাইসা একদম পাত্তা না দিয়ে স্বামী রাকিবের কাছে নিজেকে প্রিয় করে তুলে। কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছাড়ে। আর নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে অভিনেত্রী দারুণ আশাবাদী।

তিনি বলেন, ‘ঈদে এবার খুব বেশি আমার নাটক নেই। যে কটি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। হতাশায় আত্মহত্যার পথ বেচে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মোচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার।  নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এটির গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn