ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের দিন গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। আগে থেকেই জানা ছিল, কে হচ্ছেন ভারতের ১৪তম রাষ্ট্রপতি। বিকেলের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসে, ব্যাপক ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিজেপি জোটের ‘দলিত প্রার্থী’ রামনাথ কোবিন্দ। কিন্তু ‘বৃষ্টিভেজা’ এই বিজয়ের দিনে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি যেন কিছুটা স্মৃতিকাতর, আবেগাপ্লুত। তার মনের গহিনে বারবার ফিরে আসছিল দারিদ্র্যক্লিষ্ট ফেলে আসা সেই শৈশবের দিনগুলো। যখন বৃষ্টির দিনে উত্তর প্রদেশের নিভৃত গ্রামে তাদের ভাঙা কুঁড়েঘরের চাল চুইয়ে জল পড়ত, বৃষ্টির হাত থেকে বাঁচতে পরিবারের সবাই ঘরের এক কোণে আশ্রয় নিতেন।  সেদিনের সেই বৃষ্টি আর গতকাল বিকেলে দিল্লির আকাশ ভেঙে অঝোরধারার মধ্যে পার্থক্য অনেকটাই। সেদিনের উত্তর প্রদেশের সেই বৃষ্টি গতকালের দিল্লির মতো মোটেও মধুর ছিল না, ছিল অভিশাপের মতো।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn