ভারতের কিংবদন্তি ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার বলেছেন,আমাদের নির্বাচকরা ‘মিকি মাউস’ (ছোট বিড়াল) তথা অযোগ্য। তাদের কারণেই ভারতীয় দলে বিরাট কোহলির এখন অনেক প্রভাব। বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আরও বলেন, আমাদের একটা মিকি মাউস নির্বাচক কমিটি আছে। ভারতের হয়ে ৪৬ টেস্ট আর ৫টি ওয়ানডে ম্যাচ খেলা ফারুক ইঞ্জিনিয়ার আরও বলেন, ভারতীয় নির্বাচকরা বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে চা এনে দেয়! ওরা কীভাবে এ কাজের জন্য যোগ্য হয়? হয়তো তারা সর্বোচ্চ ১০–১২টা টেস্ট খেলেছে। তিনি আরও বলেন, বিশ্বকাপের সময় আনকোরা এক নির্বাচককে দেখলাম, ভারতীয় দলের ব্লেজার গায়ে ঘুরছেন। দেখে প্রশ্ন করলাম, আপনি কে? উনি বললেন, ভারতীয় দলের নির্বাচক! তিনি আরও বলেন, অদ্ভুত ব্যাপার হল, এরা সবাই ব্যস্ত ছিলেন বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে চায়ের কাপ এগিয়ে দিতে। সৌজন্যে : যুগান্তর

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn