হাবিব সরোয়ার আজাদ-

ভারতের শিলিগুড়ির শ্রুতি পাল নামের ১৩ বছরের সেই কিশোরীর  অবশেষে রবিবার থেকে ঠাইঁ হচ্ছে সিলেটের বাগবাড়ির সেফ হোমে ( নিরাপদ নিবাসে)। তাহিরপুর থানা পুলিশ রবিবার সুনামগঞ্জ অতিরিও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে শ্রুতিকে হাজির করলে আদালত বেলা আড়াইটার দিকে তার বক্তব্য শোর পর পরই তাকে নারী পুলিশী নিরাপওার মধ্য দিয়ে রবিবারই সেফ হোমে পাঠানার আদেশ প্রদান করেন।’

আদালত ও পুলিশ সুত্রে জানাযায়,  ভারতের শিলিগুড়ির  প্রয়াত গণেশ পাল ও দূর্গা রাণী পাল দম্পতির কিশোরী কন্যা  সীমান্ত অতিক্রম করে শুক্রবার উপজেলার বড়দল কাউকান্দি বাজারে আওয়ামীলীগের কার্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করলে বাজারবাসী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য’র  বাড়িতে রাত্রী যাপনের ব্যবস্থা করে দেন।’ পরদিন শনিবার  উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন খাঁনের নিকট নিয়ে গেলে ভাষাগত কারনে শ্রুতি নিজের সঠিক পরিচয় অকেটাই চেঁপে যায়।  খবর পেয়ে শনিবার রাতে থানা পুলিশ শ্রুতিকে তাদের হেফাজতে নেয়।’

আদালতের একটি দায়িত্শীল সুত্র জানায় ,  শ্রুতির বওব্য আদালত শোনার পর  বিজ্ঞ বিচারক অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্টেট  মোহাম্মদ শহিদুল আমিনের আদেশে ওই কিশোরীকে রবিবারই রাতে জেলার নারী পুলিশী নিরাপওার মধ্য দিয়ে সিলেটের বাগবাড়িস্থ সেফ হোমে েেফছে দেয়া হয়েছে। এর আগে শনিবার রাতে শ্রুতিকে পুলিশী জিজ্ঞাসাবাদেও সে তার কোন পরিবারের সদস্য বা নিকটাত্বীয় এমনকি তার আর কোন ভাই-বোন নেই বলেও জানায়।’ শ্রুতি কখনো কাঁটা তারের বেড়ার নীচ দিয়ে আবার কথানো বাসযোগে শিলিগুড়ি থেকে পার্শ্ববর্তী মেঘালয় পাহাড়ের ওপারের সীমান্ত অতিক্রম করে  শুক্রবার বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানায়।’  তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর সোমবার আদালতের বরাত দিয়ে জানান, শ্রুতিকে  জেলা পুলিশের তত্বাবধানে রবিবার রাতেই সিলেটের বাগবাড়ির সেফ হোমে ( নিরাপদ নিবাস) পৌছে দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn