বার্তা ডেস্ক :: ভারতে মেয়েদের ওপর অত্যাচারের জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়ী বলে মনে করেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান রুহি। চলতি সপ্তাহেই দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় উত্তর প্রদেশের হাথরাসে দলবদ্ধ ধর্ষণের শিকার ১৯ বছরের এক দলিত কিশোরীর। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট করেন হাথরাস ঘটনা নিয়ে। তিনি লেখেন, উত্তর প্রদেশে এ সব হচ্ছে কি? চতুর্দিকে খালি রেপ, রেপ আর রেপ। সম্বিত পাত্রের এই টুইট এর পরেই নুসরাত লন্ডন থেকে টুইট করে বলেন, অবশেষে একজনের হুঁশ ফিরল। এই ঘটনার জন্য আপনার গুরু নরেন্দ্র মোদি দায়ী। গুরুকে বলুন, দেশের মেয়েদের ওপর আর দলিত মেয়েদের ওপর অত্যাচার বন্ধ করতে। মানুষ কিন্তু গর্জন করছে।নুসরাতের এই টুইট আগুনে যেন ঘৃতাহুতি দেয়। নেট দুনিয়ায় টুইটের বন্যা বয়ে যায়। অনেকেই লেখেন, আপনার গুরু মমতা বন্দোপাধ্যায়কে বলুন রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করতে। কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল মারার চেষ্টা করবেন না। নুসরাত বরাবরই বিস্ফোরক। কিন্তু হাথরাস কাণ্ডে মোদিকে অভিযুক্ত করে এই সাংসদ হইচই ফেলে দিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn