ভেনেজুয়েলার সরকারি দলের প্রায় ১০০ সমর্থক দেশটির বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে (পার্লামেন্ট) হামলা চালিয়েছে, যেখানে তারা বেশ কয়েকজন সংসদ সদস্যকেও (এমপি) মারধর করে। এ সময় ৫ জন এমপি আহত হওয়ার পাশাপাশি সাংবাদিক ও পার্লামেন্ট স্টাফসহ আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সমাবেশের অধিবেশনের পর এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এএফপি জানায়, হামলাকারীরা জাতীয় পরিষদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং হরেক রকমের লাঠি ও পাইপ দিয়ে পেটাতে শুরু করে। তবে মিলিটারি পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে, ভেনেজুয়েলা সরকার এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn