মাসুম আওয়াল-

বিতর্কের মুখে মুকুট হারিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ জান্নাতুল নাঈম এভ্রিল। তথ্য গোপন করায় তার খেতাব ফিরিয়ে নেওয়া হয়। ফলে চীনে মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না তিনি। বিচারকদের রায় লঙ্ঘন এবং এভ্রিলের বিয়ে বির্তকের মুখে বুধবার এ ঘোষণা আসলো। বুধবার বিকালে রাজধানীর হোটেল ওয়েস্ট-ইন-এ আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ এ ঘোষণা দেয়।সংবাদ সম্মেলন থেকেই নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ ঘোষণা করা হবে। প্রসঙ্গত, এভ্রিলকে বিজয়ী ঘোষণার শুরু থেকে চলছিল বিতর্ক। এরপর তার বিয়ের বিষয়টি যেন আগুনে ঘি ঢালে। তাই নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হন আয়োজকরা। ফেসবুক লাইভে মঙ্গলবার বিকেলে জান্নাতুল নাঈম এভ্রিল ‘বিবাহিত ও ডিভোর্সি’ বলে স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মিস ওয়ার্ল্ডে যে-ই যাক না কেন, তার জন্য আমার শুভকামনা থাকবে।’

তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠছে কে হচ্ছেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? নিয়ম অনুযায়ী, নতুন বিজয়ী হবেন দুই রানার আপের একজন। এর মধ্যে প্রথম রানার আপ জেসিয়া ইসলামই মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে গুঞ্জন রয়েছে। দ্বিতীয় রানার আপ জান্নাতুল নাঈম হিমিও আছেন আলোচনায়।

বিশ্বসুন্দরীর মঞ্চে যাচ্ছেন জেসিয়া ইসলাম

বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়তে যাচ্ছেন বাংলাদেশের তরুণী জেসিয়া ইসলাম। জান্নাতুল নাঈমের খেতাব বাতিল করে তাকে নির্বাচন করা হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এখানে ছিলেন গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, সহ-আয়োজক ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাইটেল স্পন্সর লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে আরও ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ও প্রকৌশলী সোনিয়া কবির বশির। তবে বুধবারের সংবাদ সম্মেলনে তাদের দেখা যায়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn