বার্তা ডেস্ক :: আবার এক অভিনেত্রীর মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এল ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। চলে গেলেন ‘ইস পেয়ার কো মে ক্যা নাম দু’-খ্যাত অভিনেত্রী সঙ্গীতা শ্রীবাস্তব। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে মৃত্যু হয় সঙ্গীতার। ইস পেয়ার কো ক্যা নাম দু-এর পাশাপাশি ঠাপকি পেয়ার কি, বনওয়ার-সহ আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি। সঙ্গীতা শ্রীবাস্তবের মৃত্য়ুর খবর ছড়াতেই তাঁর সহঅভিনেতারা শোক প্রকাশ করেন।

প্রসঙ্গত ৬ অগাস্ট মৃত্যু হয় টেলিভশনের আরও এক জনপ্রিয় অভিনেতা সমীর শর্মার। নিজের ফ্ল্যাটের রান্নাঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ইরফান খান থেকে শুরু করে ঋষি কাপুর, সরোজ খান, সুশান্ত সিং রাজপুত-সহ একের পর এক অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড থেকে টিনসেল টাউন সর্বত্র।  সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কেন হলো, তা নিয়ে প্রায় গোটা ভারতে তোলপাড় শুরু হয়েছে। ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর প্রথমে মুম্বাই পুলিশ তারপর বিহার পুলিশ এবং ইডির পর আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত শুরু করেছে। সৌজন্যে : কালের কণ্ঠ

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn