বার্তা ডেস্ক:: ভারতের মুম্বাই শহরে একটি বহুতল ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৪০ থেকে ৫০ জন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। চারতলা ওই ভবনটি ধসে পড়ায় সেখানে বহু মানুষ আটকা পড়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে দিকে ডোংরির ট্যান্ডেল স্ট্রিটে ভেঙে পড়ে চারতলা ভবনটি। ওই বহুতল ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে এনডিটিভির দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে দমকল বাহিনী। যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জীবিতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। গত কয়েক সপ্তাহের বৃষ্টির কারণেই ওই ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn