মূর্তি সরিয়ে ধর্মের প্রতি সম্মান করা হয়েছে
হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণ করে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমরা ভবিষ্যত প্রজন্মের কাছে এই মূর্তিটা উপস্থাপন করলে আসল মূর্তির ইতিহাস বিকৃত হত। আমরা কিন্তু বিকৃত করা থেকে বের হয়ে আসতে চাই। অতীতে যে সমস্ত বিকৃত হয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসেছি। আমি বলব, এর কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই মূর্তি কি থেমিসের মূর্তি? আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। তাই এই মূর্তিটা সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সন্মান করা হয়েছে।