মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে কয়েদিদের দুই দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ কয়েদি নিহত হয়েছে। কারাগারটিতে দুই হাজারের বেশি কয়েদি রয়েছে। বিবিসি জানিয়েছে, আকাপুলকো শহরের লাস ক্রুসেস কারাগারের সবচেয়ে সুরক্ষিত অংশে বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই সংঘর্ষ শুরু হয়। ছুরি মেরে, পিটিয়ে এবং শিরশ্ছেদ করে কয়েদিদের হত্যার এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন গুয়েরের গভর্নর। গুয়েরের রাজ্যের সবচেয়ে বড় শহর আকাপুলকো মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর একটি, যেখানে প্রচুর পরিমানে মাদক দ্রব্য উৎপাদিত হয়। গুয়েরের নিরাপত্তা মুখপাত্র জানান, কারাগারের যে অংশে সংঘর্ষ হয়েছিল সেখানকার বিভিন্ন জায়গা এমনকি রান্নাঘর থেকেও মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। “ওই এলাকার প্রতিদ্বন্দ্বী দুইটি গ্যাংয়ের সদস্যদের মধ্যে স্থায়ী শত্রুতার জেরে কারবন্দি ওই দুই দলের সদস্যদের মধ্যে এই সংঘর্ষ হয়।”

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn