তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী কয়লা মাফিয়া, এটা প্রমাণ করতে পারলে দলের ৪২ জন প্রার্থীকেই তিনি প্রত্যাহার করে নেবেন বলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ‘যদি প্রমাণ না হয়, তাহলে আপনাকে (মোদি) সবার সামনে ১০০ বার কান ধরে উঠবস করতে হবে,’ বলেন মমতা। বৃহস্পতিবার পুরুলিয়ার সভায় মোদি তৃণমূলের নেতারা কয়লা মাফিয়া বলে মন্তব্য করার কিছু ক্ষণের মধ্যেই বাঁকুড়া, পুরুলিয়ার সভা থেকে মোদিকে তুলোধোনা করেন মমতা। দেশের প্রধানমন্ত্রীকে বিঁধে তার পাল্টা প্রশ্ন, ‘কয়লা মন্ত্রণালয় কার অধীনে? কেন্দ্রের। কে মন্ত্রী?’ পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলো যে কেন্দ্রীয় পাহারায় থাকে, তা উল্লেখ করে মমতার বক্তব্য, ‘কয়লা তো সিআইএসএফ পাহারা দেয়। রাজ্য পুলিশ পাহারা দেয় না। নরেন্দ্র মোদি আপনার পুলিশ, আপনার দফতর পাহারা দেয়। আপনার ক্যাডাররা তো করে খায়। আর বলছেন তৃণমূলের লোক মাফিয়া!’ আনন্দবাজার বলছে, মোদি নির্দিষ্টভাবে তৃণমূলের কোনো নেতার নাম না নিয়ে বলেন, ‘তৃণমূল কয়লা মাফিয়াকে ভোটে দাঁড় করাচ্ছে।’ এর জবাবে মমতা বলেন, ‘আমার একজন প্রার্থী কয়লা মাফিয়া বলে প্রমাণ করতে পারলে ৪২ জনকেই প্রত্যাহার করে নেব।’ মোদিকে উদ্দেশ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সাফ কথা, আমার কাছে জেনে রাখুন, আপনার চার-পাঁচজন মন্ত্রীর কেস আমার কাছে ফাইলে আছে। আমি ভদ্রতা করে ওই সব ফাইল খুলিনি। কিছু করিনি।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn