বার্তা ডেক্সঃঃভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আলাপচারিতায় করোনাভাইরাস, পরিবেশ পরিবর্তন ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার সমঝোতার বিষয়গুলো উঠে এসেছে বলে জানায় এই সময়। বুধবার সকালে টুইটে মোদি লিখেছেন, ‘ফোনে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছি। ভারত-মার্কিন কৌশলগত সমঝোতায় দু’দেশের প্রতিশ্রæতির কথা আমরা ফের স্মরণ করি।’ ‘পাশাপাশি কোভিড-১৯ মহামারী, জলবায়ু পরিবর্তন ও ইন্দো-প্যাসিফিক এলাকার সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে’ যোগ করেন তিনি। মোদি আরও লিখেন, ‘আমি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও উষ্ণ অভিনন্দন জানিয়েছি। তার সাফল্য ভারত-মার্কিন কমিউনিটির সদস্যদের জন্য বিরাট গর্বের ও অনুপ্রেরণার। তার মাধ্যমেই এগোবে ভারত-মার্কিন সম্পর্ক।’

সর্বশেষ ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটনে জো বাইডেনের সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। ফোনালাপের বিষয়ে ভারত সরকারি বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা ভারত-মার্কিন গেøাবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও দু’দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে এমন বিষয়ে পারস্পরিক সমঝোতার বিষয়ে সম্মত হয়েছেন।’ এছাড়াও দুই নেতার মধ্যে কোভিড-১৯ মহামারী, করোনা টিকা, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn